Newsworldyoutube

ঈদের আমেজ বাড়িয়ে দিতে বিপ্লব সাহার গান

 


স্টার আনন্দ প্রতিবেদক : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশের  প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বরাবরের মতো দারুন একটি গান নিয়ে আসছেন। গানটির  শিরোনাম ‘সারা জীবন’। গানের কথা লিখেছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গীতিকার অনুরূপ আইচ, সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। এই গানে বিপ্লব সাহা’র সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন গায়িকা কোনাল। গানটি রেকর্ডিং হয়েছে তানপুরা স্টুডিওতে। এই গানের 

মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন বিশিষ্ট নৃত্য শিল্পী, মডেল  ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেতা গাজী আবদুন নূর। অসাধারন এই মিউজিক ভিডিও চিত্র ধারণ করা হয়েছে মোনাস হোটেল এন্ড রিসোর্টসহ আরও বিভিন্ন মনোরম লোকেশনে।


পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গানের মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব ১৭ এপ্রিল, সোমবার, ২০২৩ বিকেল ৪.৩০ মিনিটে, মিরপুর বিশ্বরঙ শোরুমে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রকাশনা উৎসবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, গায়িকা কোনালসহ মিউজিক ভিডিওর সাথে সংম্পৃক্ত সুরকার, গীতিকার, মডেলসহ বিশ্বরঙ পরিবারের শুভ্যানুধ্যায়ীরা।


ঈদ উল ফিতর ২০২৩ উপলক্ষ্যে বিপ্লব সাহা’র অফিসিয়াল Youtube চ্যানেল Biplob Saha এবং একই সাথে দেশ সেরা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এর অফিসিয়াল ফেসবুক পেজ BISHWORANG এবং YouTube চ্যানেল Bishworang এ একযোগে গানটি প্রকাশিত হচ্ছে ১৭ এপ্রিল, সোমবার, ২০২৩ বিকেল ৪.৩০ মিনিটে। সবাইকে গানটি দেখার নিমন্ত্রন রইলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!