AyeshabengaliBollywoodEntertainmentNews

বলিউডের চিত্রনায়িকা আয়েশা টাকিয়া হারিয়ে যাওয়ার কারণ

Lakers

Lakers,

আয়েশা টাকিয়া’র হারিয়ে যাওয়ার কারণ,

স্টার আনন্দ প্রতিবেদক : বলিউডের এক সময়কার সাড়া জাগানো চিত্রনায়িকা আয়েশা টাকিয়া মাত্র ১৩ বছর বয়সে বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ মিডিয়ায় পা রেখেছিলেন। সেখান থেকেই তার নায়িকা হওয়ার স্বপ্ন শুরু। এরপর আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওতে দেখা যায় আয়েশাকে। ১৮ বছর বয়সে  বলিউডে পা রাখেন তিনি। তারপর মাত্র ৭ বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। আর এর কারণ খোঁজার চেষ্টা করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বলিউডে কান পাতলে, ইন্ডাস্ট্রি থেকে আয়েশার হারিয়ে যাওয়ার একাধিক কারণ শোনা যায়। ২০০৯ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। অনেকে মনে করেন, তাড়াতাড়ি বিয়ে করার পর বলিউড থেকে মন উঠে যায় তার। স্বামী-সংসারের দিকেই তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন। আর সেই কারণেই তার ক্যারিয়ারে ধস নামে। আবার অনেকের মতে আয়েশার স্বামী ফারহানের পরিবার খুবই রক্ষণশীল। সেই কারণেই, আয়েশার অভিনয় করা নিয়ে আপত্তি ছিল ফারহান আজমির পরিবারে। তাই পরিবারে শান্তি বজায় রাখতে অভিনয় ছেড়ে দেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।

জানা গেছে, যে কারণকে আয়েশার বলিউড থেকে হারিয়ে যাওয়ার প্রধান কারণ হিসাবে ধরা হয়, তার নেপথ্যে নাকি ছিল অভিনেত্রীর একটি ‘ভুল’। অনেক পরিচালক শুধু তার ‘আকর্ষণীয়’ চেহারার কারণেই তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতেন। প্রস্তাব আসত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়েরও। কিন্তু বলিউডে পা রেখেই নাকি আয়েশা স্পষ্ট করে দিয়েছিলেন যে, কোনো রকম ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন না। পরবেন না খুব ছোট পোশাকও। এমনও শোনা যায় যে, শেষের দিকে নাকি পরিচালক এবং প্রযোজকদের দিয়ে চুক্তি সই করাতেও শুরু করেছিলেন আয়েশা। এই চুক্তিতে লেখা থাকত, শুটিং চলাকালীন তাকে যেন কোনোভাবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে জোর না দেওয়া হয়। শোনা যায়, আয়েশার এই স্বভাবের জন্য বিরক্ত হতে শুরু করেন প্রযোজক-পরিচালকরা। অনেকে নাকি তার সঙ্গে কাজ করবেন না বলেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন তাকে।

এরপর ধীরে ধীরে আয়েশার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। ধারণা করা হয়, তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তের ‘ভুলেই’ তাকে বলিউড থেকে হারিয়ে যেতে হয় বলিউড থেকে।২০১১ সালে শেষ বারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পরে কয়েকটি টেলিভিশন রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও তিনি নজর কাড়তে পারেননি। তবে কাজ থেকে দূরে থাকলেও আয়েশা নিয়মিত শরীরচর্চা করেন। কয়েক বছর আগে চাউর হয়েছিল যে, তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু সেই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দেন ‘ওয়ান্টেড’খ্যাত এই নায়িকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!