bengaliBollywoodEntertainment

বলিউড তাদের জওয়ানের শুটিং দৃশ্য ফাঁস

Alabama shooting

Alabama shooting,

স্টার আনন্দ প্রতিবেদক : বলিউড বাদশাহ শাহরুখ খান চার বছর পর পর্দায় ফিরে পাঠান এর  আকাশছোঁয়া সাফল্যে ভাসছেন। পাঠান এর সাফল্যের পর আবারও অ্যাকশনধর্মী চলচ্চিত্র নিয়েই ফিরছেন কিং খান। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ও দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত চলচ্চিত্র ‘জওয়ান’। এই ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণের লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা। 

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, নয়নতারাকে শাহরুখের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। বুধবার (১২ এপ্রিল) ছিল এই তারকা জুটির রোম্যান্স দৃশ্যের শুটিং। ওইদিন তারা মুম্বাইয়ের উপকূল থেকে একটি জেটিতে চড়ে পাড়ি দেন। জানা যায় যে, একটি রোমান্টিক গানের শুট করার জন্য জাহাজে যান তারা। এক নেটিজেন সেই ভিডিও ফাঁস করেন ইন্টারনেটে, যা এখন রীতিমতো ভাইরাল। এছাড়া ছড়িয়ে পড়েছে শুটিংয়ের বেশ কয়েকটি ছবি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে শাহরুখ খানকে কালো পোশাক ও নয়নতারাকে লাল শাড়িতে অভিনয় করতে দেখা গেছে। সেটের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে ফাঁস হয়ে গেছে, যদিও ছবির টিম শুটিং গোপন রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে একটি ভিডিও দেখে বোঝা যায়, যেকোনো রোমান্টিক গানের শুট চলছে। ক্লিপটি মন দিয়ে শুনলে গানের কথাও শোনা যায়।

জানা গেছে, গানের সিকোয়েন্সের পাশাপাশি সেটের অন্যান্য ছবিও অনলাইনে পোস্ট হয়েছে, যেগুলো রীতিমতো ভাইরাল। এই ক্লিপগুলো দেখে বোঝা যায় যে, এই ছবিতে তিনটি ভিন্ন ভিন্ন লুকে পর্দায় দেখা যাবে শাহরুখকে। একটি ছবিতে তাকে সারা শরীরে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা গেছে, অন্য ছবিগুলোতেও বেশ ভিন্ন দেখাচ্ছে তাকে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তিনি আরও  কয়েকজন জুনিয়র শিল্পী ও নয়নতারার সঙ্গে একটি দৃশ্যের শুটিং করছেন। এর আগেও জওয়ানের সেট থেকে একাধিক ছবি লিংক হয়েছে। এই ছবির যে দৃশ্য ফাঁস হয়েছে, সেখানে দেখা গেছে পাকা চুলের শাহরুখকে। যিনি ঠোঁটের কোনায় সিগারেট গুঁজে ভরপুর অ্যাকশন করছেন। বেল্ট হাতে পেটাচ্ছেন প্রতিপক্ষকে। একটি দৃশ্যে আবার বাদামি লম্বা চুলের শাহরুখকে দেখা যাচ্ছে। যিনি বন্দুক তাক করে বসে আছেন।

উল্লেখ্য, শাহরুখপত্নী গৌরী খানের প্রযোজনায় ও দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শাহরুখ – নয়নতারা ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়া মণি। ছবির সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। যদিও ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার তীব্র গুঞ্জন রয়েছে। জুনে মুক্তি না পেলে অক্টোবর কিংবা ডিসেম্বরে মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!