বাংলা মিডিয়াম থেকে সরে গেলেন সম্পূর্ণা!

বাংলা মিডিয়াম থেকে সরে গেলেন সম্পূর্ণা!
স্টার আনন্দ প্রতিবেদক : কলকাতার টেলিভিশন চ্যানেল স্টার জলসার প্রচার চলতি ডেইলি সোপ ‘বাংলা মিডিয়াম’ থেকে সরে গেছেন, নাকি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন সম্পূর্ণা ? চলছে এমন গুঞ্জন! চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত নিয়ে প্রথমবার মুখ খুললেন ‘ইন্দিরা’রূপী তিয়াসার ননদিনি সম্পূর্ণা।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘নজর’ ধারাবাহিকে ডাইনির চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। এরপর দীর্ঘ তিন বছর ছোটপর্দায় দেখা মেলেনি তার। ২০২২ সালে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল দিয়ে টেলিভিশনে কামব্যাক করেন সম্পূর্ণা। ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার ভূমিকায় দারুন অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সম্পূর্ণা। তবে আট মাস পর আচমকাই সিরিয়াল থেকে তিনি সরে গেলেন! হ্যাঁ, বৃহস্পতিবারই শেষবারের মতো সুহানা হিসাবে বাংলা মিডিয়ামের শ্যুটিং করছেন সুহানারূপী সম্পূর্ণা। এই এক্সক্লুসিভ তথ্যের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, শ্যুটিং ফ্লোর থেকে ফোনে জবাব দিলেন অভিনেত্রী। সম্পূর্ণা বললেন, হ্যাঁ, আজকেই আমার শেষদিনের শ্যুটিং। এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্ত, সেইজন্য আমি NOC দিয়েছি। ওনারা আমাকে কোনোভাবে ব্যবহার করতে পারছেন না বলে ওনাদের মনে হয়েছে। সুহানা চরিত্রটা কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না। এটুকু বলার সময় যেনো খানিক আক্ষেপ ঝরে পড়ল সম্পূর্ণার গলায়। অকপটে বললেন, যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম, সেই জায়গাটা অবধি ওনারা পৌঁছাতে পারছিলেন না বলেই হয়ত ওনাদের এই কথাটা মনে হয়েছে।
জানা যায়, প্রচারে আসার শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ খানিকটা পিছনে বাংলা মিডিয়াম। প্রতিদ্বন্দ্বী নিম ফুলের মধু’কে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে। টিআরপি তালিকায় পিছিয়ে থাকার জেরেই কি সম্পূর্ণার মতো তারকাকে হাতছাড়া করল চ্যানেল ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবাই তো সব প্রোজেক্ট মন দিয়েই করে। নিজেদের ১০০% দিয়েই করে। তবে দর্শক কোনটা নেবে সেটা তো কারুর হাতে নেই। বাংলা মিডিয়াম একদম খারাপ তো কোনোদিন করেনি। চ্যানেল সেরা না হলেও দ্বিতীয়স্থানে থেকেছে। সেই অর্থে মোটের উপর খারাপ ফল নয়।
সুহানা চ্যাটার্জি ‘সাইনিং অফ’ এর আগে বলেন, এই চরিত্র করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এই চরিত্রটা আমার পক্ষ থেকে ১০০% দিয়েই করেছি। আমি চরিত্রটা নিয়ে আরও আশাবাদী ছিলাম, প্রথম দিন থেকে তেমনই পরিকল্পনা ছিল কিন্তু সেটা নিঃসন্দেহে পরিপূর্ণ হয়নি। আপতত একটু অবসর নিতে চান। আট মাস ধরে মেগার শ্যুটিং করে হাঁফিয়ে উঠেছেন সম্পূর্ণা। তবে ভক্তদের আশ্বাস দিলেন নতুনভাবে খুব শীঘ্রি ফিরবেন তিনি।
শীঘ্রি স্টার জলসায় শুরু হচ্ছে ‘তোমাদের রাণী’। শুরুতে মনে করা হচ্ছিল এই মেগার জন্য স্লট হারাতে পারে বাংলা মিডিয়াম, তবে তেমনটা ঘটেনি। রামপ্রসাদের স্লটে আসছে নতুন মেগা। তাই নীল – তিয়াসার জন্য কামব্যাকের নতুন সুযোগ রয়েছে। সম্পূর্ণার বদলে কি সুহানার চরিত্রে নতুন কেউ আসবেন নাকি পুরোপুরিভাবে শেষ হবে সুহানার সফর, তা এখন স্পষ্ট নয়।