bengaliNewsworld

রাধিকা আপ্তেকে বলা হয়ে থাকে ভারতের সাহসী চলচ্চিত্র অভিনেত্রী

স্টার আনন্দ প্রতিবেদক : রাধিকা আপ্তেকে বলা হয়ে থাকে ভারতের সাহসী চলচ্চিত্র অভিনেত্রী। সব ধরনের চরিত্রে সাবলীল এই অভিনেত্রী। চলচ্চিত্রে নিজের সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা ফটোশুটের কারণে সারা বছরই আলোচনায় থাকেন স্লিম ফিগারের যৌনাবেদনময়ী অভিনেত্রী রাধিকা আপ্তে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, শুক্রবার (১৪ এপ্রিল) তার অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। রাধিকা আপ্তে এতে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন। এর প্রচারে এসে বলিউডে কাজ নিয়ে মুখ খুললেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রাধিকা বলেন, বলিউড জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাতিলকে সহ্য করে নেওয়া। নিজের পায়ে দাঁড়ানো, নিজের পক্ষে দাঁড়ানো। সব ঠিক আছে – এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। দিন শেষে এটা বুঝতে হবে এটা একটা ব্যবসা। কোনো কিছুই ব্যক্তিগতভাবে নিলে চলবে না। প্রতিটা মুহূর্তে নিজেকে উৎসাহ দিতে হবে, নিজেকে বিক্রি করতে হবে। এ ছাড়া বিকল্প কোনো কিছুই নেই।

জানা যায়, রাধিকা আপ্তে এর আগেও নানান সমালোচনার মুখে পড়েন। কিন্তু নিন্দুকের কথা কানে তোলার মানুষ তিনি কখনও ছিলেন না। মূলত এই কারণে ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট বিড়ম্বনা সয়েও ১৭ বছর পাড় করে দিয়েছেন নিজের ফিল্ম ক্যারিয়ারে। নিজের গায়ের রং এমনকি শারীরিক গড়নের কারণে ফসকে গেছে একাধিক ছবি। তারপরও আত্মবিশ্বাস হারাননি রাধিকা আপ্তে।

২০০৫ সালে ‘বাহ, লাইফ হো তো অ্যাইসি’ নামের একটি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন রাধিকা আপ্তে। শোর ই দ্য সিটি, কাবালি, ফোবিয়া, বাদলাপুর, মাঝি – দ্য মাউন্টেনম্যান এবং স্বল্পদৈর্ঘ্য অহল্যা চলচ্চিত্রে সু অভিনয়ের  জন্য বিশেষভাবে পরিচিত লাভ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!